বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বাঞ্ছারামপুরে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

বাঞ্ছারামপুরে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে অভিযুক্ত রবিউল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক, কর্মচারীদের আয়োজনে মানববন্ধনে প্রায় দেড়হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অভিযুক্ত রবিউল্লাহ ছয়ফুল্লাকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে। 

এ ঘটনায় গত সোমবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, সিনিয়র শিক্ষক দারুস সালাম, আব্দুল করিম, মো. মহিউদ্দিন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার বখাটে রবিউল শিক্ষার্থীর গলায় ছুরি ধরে স্কুলের পাশে একটি নির্জন স্থানে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মেয়েটিকে উদ্ধার করে ও ছুরিসহ রবিউলকে আটক করে এলাকাবাসী। পরে এলাকাবাসী তাকে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।

শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আমি এর কঠোর শাস্তি দাবি করছি। যেন এই ধরনের অপরাধ আর কখনও কেউ করতে সাহস না হয়। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সুজন চন্দ্র পাল বলেন, শিক্ষার্থীর মা থানায় একটি এজাহার দায়ের করে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষ করে আদালতে পরিস্থিতি দাখিল করবো।

টিএইচ